[১] টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু
স্পোর্টস ডেস্ক: [২] আইপিএল শেষ হতেই ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্ট ডাউন শুরু হয়ে গেল। ২০২১ সালে অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হল দুবাইয়ে।
[৩] বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুবাইয়ে আইসিসি মেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২১ এর কাউন্টডাউন শুরু করলো আইসিসি। আইসিসির চিফ এক্সিকিউটিভ মনু সহনি, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং বোর্ড সচিব জয় শাহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট সফল করতে একযোগে কাজ করবে আইসিসি এবং বিসিসিআই।
[৪] বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেন, পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা বড় সম্মানের। ১৯৮৭ থেকেই ভারত সাফল্যের সঙ্গে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করে আসছে। আমার মনে হয় ভারতে এই টুর্নামেন্ট খেলার জন্য ক্রিকেটাররাও মুখিয়ে থাকবে।
[৫] সৌরভ গাঙ্গুলি বলেন, ক্রিকেটার হিসেবে নিজে আইসিসি টুর্নামেন্টে খেলেছি, জানি বিশ্বজুড়ে মানুষের কতটা উন্মাদনা থাকে। প্রত্যেকটা খেলায় লাখ লাখ মানুষের আগ্রহ থাকে। এবার আমি প্রশাসক হিসেবে এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার ব্যাপারে আশাবাদী। – জি নিউজ/ আজকাল
Some times its a pain in the ass to read what people wrote but this web site is very user genial! .