অবশেষে আসুস উন্মোচন করেছে বহুল প্রতীক্ষিত ফ্লিপ ক্যামেরার ফোন আসুস জেনফোন ৭ সিরিজ। আসুস জেনফোন ৭ প্রো তে সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৯০ হার্জ রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্লাস প্রসেসর এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
আসুস জেনফোন ৭ প্রো স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল ও রেশিও ২০ঃ৯। স্ক্রিন থেকে বডি রেশিও ৮৪.২%। এর ডিসপ্লে রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস ৭০০ নিটস এবং এইচডিআর১০ প্লাস সাপোর্টেড। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৬।
চিপসেটঃ
এতে ৩.১ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিইউ হিসেবে অ্যাড্রিনো ৬৫০ রয়েছে।
র্যাম ও স্টোরেজঃ
- ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
এতে এলপিডিডিআর৫ র্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ রয়েছে। এতে মেমরি কার্ড স্লট রয়েছে।
ক্যামেরাঃ
ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ৬৪ (এফ/১.৮) মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৮ (এফ/২.৪) মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ১২ (এফ/২.২) মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে। এর টেলিফটো লেন্স দিয়ে সর্বোচ্চ ৩এক্স অপটিক্যাল জুম করা যাবে। ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ৮কে রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। ফ্লিপ ক্যামেরা দিয়ে সেলফি তোলা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। এটি দিয়ে মাত্র ৯৩ মিনিটে ব্যাটারি পুরো চার্জ করা যাবে।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ ও জেন ইউআই ৭ ব্যবহার করা হয়েছে।
আরো পড়ুনঃ আসুস জেনফোন ৭ পুরো স্পেসিফিকেশন এবং দাম
অন্যান্যঃ
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে হেডফোন জ্যাক নেই।
রঙ ও দামঃ
ফোনটি সাদা এবং কালো রঙে বাজারে পাওয়া যাবে।
Asus Zenfone 7 Pro Price in Bangladesh
- ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ- ২৭,৯৯০ তাইওয়ান ডলার (৮০,৭৬০ টাকা)
প্রযুক্তি দুনিয়ার সকল খবর জানতে আমাদের সাথে থাকুন এবং যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেইজের সাথে।
excellent article
I genuinely appreciate your piece of work, Great post.